হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি

আহত শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানায় আজ রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকেরা জানায়, মহানগরীর সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। প্রতিদিনের ন্যায় শ্রমিকেরা আজ সকালে কারখানায় কাজে যোগ দেন। কাজ করার সময় বেলা ১১টার দিকে কারখানায় পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন। একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অধিকাংশ শ্রমিককে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী জানান, পানি পান করার পর কিছু শ্রমিক অসুস্থবোধ করেন। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বলছেন, ‘পানি পান করে অসুস্থ হয়েছেন। কিন্তু আমাদের কারখানায় হাউসিং মেইনটেইন করে থাকি।’ তিনি জানান, চিকিৎসকেরা বলেছেন এটি পানিবাহিত রোগ। তবে ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার পানি পান করে এক শর মতো শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, একটি কারখানার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট