ঢাকা: রাজধানীর ইসলামবাগের আলিরঘাট এলাকায় ট্রান্সমিটার বিস্ফোরণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারুফ হোসেন (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন দগ্ধসহ মোট ৪ জন আহত হয়েছেন। দগ্ধ দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং আহতদের মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে আলিরঘাট বেড়িবাঁধে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুল হাসান জানান, রাতে বৃষ্টির সময় আলিরঘাট বেড়িবাঁধের ওপর রাস্তার পাশে বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে তার ছিঁড়ে একটি ট্রাক ও বাইসাইকেলের ওপর পরে। এতে মোট ৫ জন দগ্ধ ও আহত হয়। তাদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দগ্ধ ৩ জনকে বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে মারুফ নামে একজন মারা গেছেন।
মৃত মারুফের খালাতো ভাই কাউসার আহমেদ জানান, তাঁরা কামরাঙ্গীরচর খলিফাঘাটে থাকেন। মারুফ তাঁর মামার বাইসাইকেল নিয়ে বৃষ্টির সময় বেড়িবাঁধ দিয়ে যাওয়ার পথে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। খবর পেয়ে তাদের মিটফোর্ড হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে মারুফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারুফের বাবার নাম আমির হোসেন।