লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জরুরি দলিল নিবন্ধন করতে সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার নিবন্ধন অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে সব জেলা রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রার অফিসকে এ নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের মন্ত্রপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক গত ৪ এপ্রিল ইস্যুকৃত স্বারক অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জরুরি দলিল নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্টারগণকে বলা হলো।
জরুরি দলিল নিবন্ধনের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
এই সময় শুধু জরুরি প্রয়োজনে অফিস খোলা রেখে কার্যক্রম পরিচালনা করা যাবে বলে লকডাউন বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে।