হোম > সারা দেশ > গাজীপুর

আগুনে পুড়ল ঘর, স্বামী–স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

স্বামী–স্ত্রীর কলহে পুড়ে গেছে ঘর। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগানোর বিষয়ে পরস্পর–বিরোধী বক্তব্য দিয়েছেন স্বামী–স্ত্রী। স্বামী বলছেন, স্ত্রী আগুন দিয়েছেন। আর স্ত্রী দোষ দিচ্ছেন স্বামীকে।

আজ শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আব্দুস শহীদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

আব্দুস শহীদের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন মাদকাসক্ত। তার অত্যাচারে আমি, আমার সন্তানেরা অতিষ্ঠ। আমি স্বামীর অত্যাচার থেকে মুক্তি চাই। মাদকের টাকা না পেলেই আমার ওপর অত্যাচার নির্যাতন করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আজ মাদকের টাকা না পেয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়। বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’

তবে আব্দুস শহীদ বলেন, ‘আমি ঘরের ভেতর ঘুমিয়ে ছিলাম। এসময় আগুন লাগে। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। এরপর আমি স্ত্রীর ফোন নম্বরে কল দিলে বন্ধ পাই। আমার স্ত্রী–ই ঘরে আগুন দিয়ে চলে গেছে।’

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুস শহীদের অত্যাচারে তাঁর পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ। এর আগেও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। বহুবার বিচার–সালিস হয়েছে। কিন্তু তিনি মাদকাসক্ত থেকে ফেরেননি। মাতাল হয়ে প্রায় বেপরোয়া আচরণ করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন বাড়ির মালিক শহীদ জানিয়েছেন, তাঁর স্ত্রী মোর্শেদা বাড়িতে আগুন দিয়েছেন।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ