হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দুই ট্রাকের প্রতিযোগিতায় প্রাণ গেল ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে দুটি ট্রাক একটি আরেকটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল । একপর্যায়ে একটি আরেকটিকে অতিক্রমের সময় ট্রাক দুটির মাঝখানে পড়ে প্রাণ হারান রাব্বি হাওলাদার নামে এক ভ্যানচালক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নিমেরটেক বাসস্ট্যান্ড এলাকায় হাংকি ভাঙ্গা দরবার শরিফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাব্বি হাওলাদার (১৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে। তিনি সাভারে থেকে রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, একটি ইটবোঝাই ট্রাক ও মাটি নিয়ে চলা একটি ট্রাক ঢাকামুখী লেনে পাল্লা দিয়ে চলছিল । সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে সাইড দিচ্ছিল না । একপর্যায়ে পেছনের গাড়িটি সামনের গাড়িকে অতিক্রম করার সময় রাব্বি হাওলাদারের রিকশাভ্যানটিকে চাপা দেয় । এতে রাব্বি হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ট্রাক দুটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ