হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দুই ট্রাকের প্রতিযোগিতায় প্রাণ গেল ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে দুটি ট্রাক একটি আরেকটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল । একপর্যায়ে একটি আরেকটিকে অতিক্রমের সময় ট্রাক দুটির মাঝখানে পড়ে প্রাণ হারান রাব্বি হাওলাদার নামে এক ভ্যানচালক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নিমেরটেক বাসস্ট্যান্ড এলাকায় হাংকি ভাঙ্গা দরবার শরিফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাব্বি হাওলাদার (১৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে। তিনি সাভারে থেকে রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, একটি ইটবোঝাই ট্রাক ও মাটি নিয়ে চলা একটি ট্রাক ঢাকামুখী লেনে পাল্লা দিয়ে চলছিল । সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে সাইড দিচ্ছিল না । একপর্যায়ে পেছনের গাড়িটি সামনের গাড়িকে অতিক্রম করার সময় রাব্বি হাওলাদারের রিকশাভ্যানটিকে চাপা দেয় । এতে রাব্বি হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ট্রাক দুটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান