হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দুই ট্রাকের প্রতিযোগিতায় প্রাণ গেল ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে দুটি ট্রাক একটি আরেকটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল । একপর্যায়ে একটি আরেকটিকে অতিক্রমের সময় ট্রাক দুটির মাঝখানে পড়ে প্রাণ হারান রাব্বি হাওলাদার নামে এক ভ্যানচালক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নিমেরটেক বাসস্ট্যান্ড এলাকায় হাংকি ভাঙ্গা দরবার শরিফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাব্বি হাওলাদার (১৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে। তিনি সাভারে থেকে রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, একটি ইটবোঝাই ট্রাক ও মাটি নিয়ে চলা একটি ট্রাক ঢাকামুখী লেনে পাল্লা দিয়ে চলছিল । সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে সাইড দিচ্ছিল না । একপর্যায়ে পেছনের গাড়িটি সামনের গাড়িকে অতিক্রম করার সময় রাব্বি হাওলাদারের রিকশাভ্যানটিকে চাপা দেয় । এতে রাব্বি হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ট্রাক দুটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার