বন্ডের অধীনে আমদানি করা কাপড় খোলা বাজারে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রুল জারি করেন। সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, সরকার গার্মেন্টস পণ্য রপ্তানির জন্য বন্ডের অধীনে শুল্কমুক্ত কাপড় আমদানির অনুমতি দিয়েছে। কতিপয় ব্যবসায়ী সেই কাপড় সরকারের শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রি করছে। বিষয়টি নিয়ে ২৯ আগস্ট রিট করা হয়।
দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, কমিশনার অব কাস্টমস, কাস্টমস বন্ড কমিশনার এবং বাংলাদেশ ব্যাংকের কাছে দুর্নীতির অভিযোগের বিষয়ে করা আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন বলে জানান মনজিল মোরসেদ।