হোম > সারা দেশ > ঢাকা

গ্রেপ্তারের পর ‘তওবা’ করে মাদকের কারবার ছাড়ার ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি

৬ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদকের কারবার আর করবেন না বলে ‘তওবা’ করেন সেই মাদক কারবারি। 

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল। 

গ্রেপ্তারকৃত জালাল উদ্দীন মিরপুরের ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মাদকের কারবার করছিলেন। তাঁর চালের ব্যবসাও রয়েছে। 

ডিবি পুলিশের এসআই জহির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেছি। এ সময় জালাল উদ্দীন বাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা বের করে দেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।’ 

সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত মাদক কারবারি জালাল উদ্দীন বলেন, ‘আমি যদি এবার ভালোভাবে বের হয়ে আসি, তাহলে আমি আর কোনো দিন এই ব্যবসা করব না। আমি আমার স্ত্রী-সন্তানের সঙ্গে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি, আর এই ব্যবসা করব না।’ 

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন