হোম > সারা দেশ > ঢাকা

গ্রেপ্তারের পর ‘তওবা’ করে মাদকের কারবার ছাড়ার ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি

৬ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদকের কারবার আর করবেন না বলে ‘তওবা’ করেন সেই মাদক কারবারি। 

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল। 

গ্রেপ্তারকৃত জালাল উদ্দীন মিরপুরের ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মাদকের কারবার করছিলেন। তাঁর চালের ব্যবসাও রয়েছে। 

ডিবি পুলিশের এসআই জহির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেছি। এ সময় জালাল উদ্দীন বাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা বের করে দেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।’ 

সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত মাদক কারবারি জালাল উদ্দীন বলেন, ‘আমি যদি এবার ভালোভাবে বের হয়ে আসি, তাহলে আমি আর কোনো দিন এই ব্যবসা করব না। আমি আমার স্ত্রী-সন্তানের সঙ্গে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি, আর এই ব্যবসা করব না।’ 

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি।’

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার