হোম > সারা দেশ > ঢাকা

দুই জঙ্গি পালানোর ঘটনাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা এবং তাদের ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব। তবে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে বলেও জানিয়েছেন র‍্যাবের প্রধান অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘দুজন জঙ্গি পালিয়ে গেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা অবশ্যই আত্মসমালোচনায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব। এটা আমাদের ব্যর্থতা। যেহেতু এভাবে দুজন জঙ্গি চলে গেছে এবং তারা দীর্ঘদিন ধরে প্ল্যান করে অবশ্য গিয়েছে এবং আমরা এখনো তাদের ধরতে পারি নাই। তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।’ 

আরেক প্রশ্নের জবাবে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। আমরাও আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছিলাম, আপনারা নিশ্চয় জানেন, পাহাড়ি এলাকায় যে একটা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিল, বাই দিস টাইম, এটা আমরা ক্যাপচার করে ফেলেছি। সো, তেমন কিছু করার (জঙ্গি হামলা, নাশকতা) সুযোগ পাবে বলে আমরা মনে করি না।’ 

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে র‍্যাব। সকালে সমাবেশস্থল ও সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন সংস্থাটির মহাপরিচালক। সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার বিভিন্ন পয়েন্টে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে, পেট্রোল পার্টি থাকবে, ডগ স্কোয়াডের মাধ্যমে এলাকা সুইপিং (তল্লাশি) করা হবে। থাকবে র‍্যাবের সুইপিং টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে এবিএস টিমসহ কমান্ডো টিমও থাকবে নিরাপত্তা নিশ্চিতে। 

এই সম্মেলন স্বাভাবিক, সুন্দর ও নিরাপদ রাখার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত আছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু