হোম > সারা দেশ > ঢাকা

দুই জঙ্গি পালানোর ঘটনাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা এবং তাদের ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব। তবে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে বলেও জানিয়েছেন র‍্যাবের প্রধান অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘দুজন জঙ্গি পালিয়ে গেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা অবশ্যই আত্মসমালোচনায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব। এটা আমাদের ব্যর্থতা। যেহেতু এভাবে দুজন জঙ্গি চলে গেছে এবং তারা দীর্ঘদিন ধরে প্ল্যান করে অবশ্য গিয়েছে এবং আমরা এখনো তাদের ধরতে পারি নাই। তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।’ 

আরেক প্রশ্নের জবাবে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। আমরাও আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছিলাম, আপনারা নিশ্চয় জানেন, পাহাড়ি এলাকায় যে একটা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিল, বাই দিস টাইম, এটা আমরা ক্যাপচার করে ফেলেছি। সো, তেমন কিছু করার (জঙ্গি হামলা, নাশকতা) সুযোগ পাবে বলে আমরা মনে করি না।’ 

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে র‍্যাব। সকালে সমাবেশস্থল ও সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন সংস্থাটির মহাপরিচালক। সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার বিভিন্ন পয়েন্টে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে, পেট্রোল পার্টি থাকবে, ডগ স্কোয়াডের মাধ্যমে এলাকা সুইপিং (তল্লাশি) করা হবে। থাকবে র‍্যাবের সুইপিং টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে এবিএস টিমসহ কমান্ডো টিমও থাকবে নিরাপত্তা নিশ্চিতে। 

এই সম্মেলন স্বাভাবিক, সুন্দর ও নিরাপদ রাখার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত আছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ