জেলা পরিষদে সরকারি প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিধান কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুল জারি করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবুল মিয়া গতকাল মঙ্গলবার রিটটি দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মাদ বাকির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া বলেন, সরকার সম্প্রতি জেলা পরিষদ আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে, যার ৮২ ধারায় বলা হয়েছে, জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক জেলা পরিষদের কার্যাবলি সম্পাদন করবেন। পরে এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।