হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ২৫ ফেব্রুয়ারি শিশুটির মা টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল হাওলাদার (৬০)।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কামরুল হাওলাদার শিশুটির বাড়িতে মাঝেমধ্যে যাতায়াত করতেন। তাকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতেন। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিয়ে কামরুল নিজের বাড়ি যান। সেখানে তিনি ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। আশপাশের নারীরা এগিয়ে এলে কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা শিশুটির মাকে জানান।

শিশুটির মা বলেন, ‘ঘটনাস্থল থেকে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার মেয়ে সবকিছু জানায়। তখন মামলা করলে বুধবার রাতে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, শিশুটির মায়ের মামলার পর অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যান। পরে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল