হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্ত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের নাম মামুন, যাঁর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দিলকেরুয়া গ্রামে। অন্যজনের নাম ফাহিম, যাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। 

মামুনের পরিচয় শনাক্ত করেন তাঁর খালু মো. কামরুল ইসলাম। তিনি জানান, মামুনের বাবার নাম মো. আ আলীম। দুই ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। স্ত্রী কাজলী আক্তার ও একমাত্র ছেলে তাসিমকে (১৯ মাস বয়স) নিয়ে ভাটারা নতুনবাজার বারোবিঘা এলাকায় থাকতেন। তিন বছর আগে বিয়ে হয় তাঁদের। 

মামুনের স্ত্রী কাজলী আক্তার বলেন, মামুন ফার্নিচারের রংমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। সকাল ৯টার পর তাঁর এক সহকর্মী তাঁকে বাসায় ডাকতে আসেন। এরপর ওই সহকর্মীকে নিয়ে ধানমন্ডিতে যাবেন বলে রওনা হন। মোটরসাইকেলটি ছিল মামুনের কন্ট্রাক্টরের। কাজে যাতায়াতের জন্য তিনি ওই মোটরসাইকেলটি ব্যবহার করতেন। বিকেলে লোক মারফত খবর পান মামুন হাতিরঝিলে দুর্ঘটনায় মারা গেছেন। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তাঁর লাশ দেখতে পান মো. কামরুল ইসলাম। 

এদিকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে ফাহিমের কোনো স্বজনকে পাওয়া যায়নি। 

তবে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ জানান, ফাহিমের বাবার নাম মিজানুর রহমান। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। ভাটারা নতুনবাজার এলাকায় থাকতেন তিনি। তিনিও ফার্নিচারের রংমিস্ত্রির সহযোগী। 

সোমবার সকালে হাতিরঝিল মধুবাগ-সংলগ্ন ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান ফাহিম। আর চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার