হোম > সারা দেশ > ঢাকা

পুলিশকে টাকা না দেওয়ায় নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে: নুর 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘চট্টগ্রামে জেএম সেন পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় মামলার আসামি করা ছাত্র -যুব পরিষদের আট নেতা-কর্মীকে বাসা থেকে তুলে নিয়ে পুলিশ টাকা দাবি করে । পরবর্তী সময়ে মামলায় জড়িয়ে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে ছাত্র ও যুব অধিকার পরিষদের কেউ জেএম সেন হল পূজামণ্ডপে হামলায় জড়িত থাকলে সিসিটিভি ফুটেজ প্রকাশ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। সেই সঙ্গে এই হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’

লিখিত বক্তব্যে নুর দেশের ধারাবাহিক সংঘাত-সহিংসতা,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারতের তিস্তার বাঁধ খুলে দেওয়ায় উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়েও ক্ষোভ ও প্রতিবাদ জানান।  

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলমান ঘটনায় ছাত্র ও যুব অধিকার পরিষদেরও উদ্বেগ রয়েছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ। কমিটিকে দশ কার্য দিবসের মধ্যে যথাযথভাবে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

পূজামণ্ডপ ভাঙচুরের মামলায় আটক চট্টগ্রামের নেতা-কর্মীদের থেকে পুলিশ টাকা চাওয়ার কোনো প্রমাণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘আটক নেতাদের পরিবারের পক্ষ থেকে আমাদের ফোনে এসব জানানো হয়েছে। টাকা না দেওয়ায় তাদের বেধড়ক  পিটুনি দেওয়া হয়েছে। সরকার চাইলে  বিভিন্ন  কল রেকর্ডের মাধ্যমে এগুলো তদন্ত করে দেখতে পারে, আমাদের দাবি সত্য না কী মিথ্যা।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন