রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে লাল বাবু (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে শেওড়াপাড়া কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর মুমূর্ষু অবস্থায় তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত লাল বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বদনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ওই ভবনেই থাকতেন।
লালবাবুর সহকর্মী হাবিবুর রহমান জানান, তাঁরা দশতলা ভবনের ছয়তলায় কাজ করছিলেন। লাল বাবু রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় ভবনের বাইরের দিকে ছয়তলায় মাচা বেঁধে কাজের সময় তিনি নিচে পড়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।