হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোর-কিশোরীর ‘আত্মহত্যা’

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। রেলওয়ে পুলিশের ধারণা, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে। 

আজ বুধবার ভোরে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলো টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) এবং একই উপজেলার হুগড়া ইউনিয়নের মৈলানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)। তারা দুজনই ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করত। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, হাবিল ও রিতা আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে একত্রে শ্রমিকের কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা দুজনে কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। বুধবার ভোরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার জোড়বাড়ী এলাকায় ট্রেনে কাটা পরে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। 

জোড়বাড়ী লেভেল ক্রসিংয়ের গেটকিপার সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।’ 

ঘারিন্দা রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রেমঘঠিত কারণে তারা আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট