রাজধানীর মিরপুরের বড় পীরেরবাগ এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে তাঁরা দুজন পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন রায়হান (১৮) ও রহিম (১৯)। তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ীর তেলিপাড়ায়। রায়হানের বাবার নাম আবু তাহের এবং মোহাম্মদ ওবায়দুলের ছেলে রহিম।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, খবর শুনে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মহসীন আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।