হোম > সারা দেশ > ঢাকা

ট্রান্সজেন্ডার শনাক্তে নীতিমালা তৈরির দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী শনাক্তকরণে বিদ্যমান মেডিকেল পরীক্ষায় সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এ পরীক্ষা করাতে গিয়ে নানাভাবে শারীরিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছে এ জনগোষ্ঠীর মানুষেরা। হয়রানি বন্ধে সরকারের সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে শিশুদের মধ্যে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী সম্পর্কে ধারণা দিতে এ বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। 

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠী শনাক্তকরণে বিদ্যমান মেডিকেল পরীক্ষা বাতিল সংক্রান্ত এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। সভার আয়োজন করে তৃতীয় লিঙ্গের মানুষদের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করা সংগঠন ‘সম্পর্কের নয়া সেতু’। 

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘এখনো ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠী সম্পর্কীয় কোনো নীতিমালা ও আইন তৈরির সময় এ জনগোষ্ঠীর প্রতিনিধি রাখা হয় না। আগামীতে নতুন কোনো নীতিমালা তৈরির সময় এ জনগোষ্ঠী প্রতিনিধি রাখতে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করবো। একই সঙ্গে হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী শনাক্তকরণে মেডিকেল পরীক্ষার সঙ্গে যুক্ত চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ 

আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত বলেন, ‘হিজড়াদের সম্পর্কে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে। বাস্তবেও অনেক সমস্যা রয়েছে। অনেক বলছে, হিজড়াদের সংখ্যা বাড়ছে। রাস্তায় অনেকে হয়রানির শিকার হচ্ছে। যারা রাস্তায় নামে তাদের প্রশিক্ষণের আওতায় এনে জীবিকার ব্যবস্থা করতে হবে।’ এছাড়া হিজড়া শনাক্তে শারীরিক ও মানসিক দুই রকম পরীক্ষা করা উচিত বলে মনে করেন তিনি।

সভাপতির বক্তব্যে সম্পর্কের নয়া সেতুর সভাপতি জয়া সিকদার বলেন, ‘ট্রান্সজেন্ডার, ট্রান্সম্যান, ট্রান্সওমেন ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এ জনগোষ্ঠীর মানুষ সমাজে নানাভাবে উপেক্ষিত হয়। বঞ্চিত হয় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে। 

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাজান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক নজরুল ইসলাম আকাশ, জাতীয় মানবাধিকার সংস্থার উপপরিচালক এম. রবিউল ইসলাম, তেজগাঁও থানা হেলথ কর্মকর্তা গাজী আহমেদ হাসান, চিকিৎসক মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল