হোম > সারা দেশ > ঢাকা

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে মেয়র এ কথা বলেন। 

বৃহস্পতিবার মিরপুরের রাইনখোলা বাজার এলাকার ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা একাধিক মার্কেটের সিঁড়িও। 

অভিযানের সময় মেয়র আতিক বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি। শহরের যেসব চৌরাস্তা আছে, সেগুলোর ৫০০ ফিটের মধ্যে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। এর ডিজাইন করছি। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে নীতিমালার প্রয়োজন রয়েছে।’ 

ডিএনসিসির মেয়র বলেন, ‘বছরের পর বছর অনেকে ফুটপাত দখল করে দোকান করছে। দোকানের ময়লা ফেলছে রাস্তায় ও ড্রেনে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষ ফুটপাতে নিরাপদে হাঁটতে পারছে না। আর ময়লা ড্রেনে জমে জলাবদ্ধতা তৈরি করছে। কাউন্সিলরদের বলেছি, তাঁদের দায়িত্ব ফুটপাত দখলমুক্ত রাখা।’ 

ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর জন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’ 

ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক