হোম > সারা দেশ > ঢাকা

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে মেয়র এ কথা বলেন। 

বৃহস্পতিবার মিরপুরের রাইনখোলা বাজার এলাকার ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা একাধিক মার্কেটের সিঁড়িও। 

অভিযানের সময় মেয়র আতিক বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি। শহরের যেসব চৌরাস্তা আছে, সেগুলোর ৫০০ ফিটের মধ্যে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। এর ডিজাইন করছি। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে নীতিমালার প্রয়োজন রয়েছে।’ 

ডিএনসিসির মেয়র বলেন, ‘বছরের পর বছর অনেকে ফুটপাত দখল করে দোকান করছে। দোকানের ময়লা ফেলছে রাস্তায় ও ড্রেনে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষ ফুটপাতে নিরাপদে হাঁটতে পারছে না। আর ময়লা ড্রেনে জমে জলাবদ্ধতা তৈরি করছে। কাউন্সিলরদের বলেছি, তাঁদের দায়িত্ব ফুটপাত দখলমুক্ত রাখা।’ 

ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর জন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’ 

ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে