হোম > সারা দেশ > ঢাকা

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে মেয়র এ কথা বলেন। 

বৃহস্পতিবার মিরপুরের রাইনখোলা বাজার এলাকার ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা একাধিক মার্কেটের সিঁড়িও। 

অভিযানের সময় মেয়র আতিক বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি। শহরের যেসব চৌরাস্তা আছে, সেগুলোর ৫০০ ফিটের মধ্যে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। এর ডিজাইন করছি। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে নীতিমালার প্রয়োজন রয়েছে।’ 

ডিএনসিসির মেয়র বলেন, ‘বছরের পর বছর অনেকে ফুটপাত দখল করে দোকান করছে। দোকানের ময়লা ফেলছে রাস্তায় ও ড্রেনে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষ ফুটপাতে নিরাপদে হাঁটতে পারছে না। আর ময়লা ড্রেনে জমে জলাবদ্ধতা তৈরি করছে। কাউন্সিলরদের বলেছি, তাঁদের দায়িত্ব ফুটপাত দখলমুক্ত রাখা।’ 

ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর জন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’ 

ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট