হোম > সারা দেশ > ঢাকা

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই: জঙ্গি সোহেলের স্ত্রী ফের তিন দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালত চত্বর থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় আসামি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবের স্ত্রী ফাতিমা তাসনিম শিখাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে জঙ্গি সোহেল ও তাঁর স্ত্রী শিখাকে আশ্রয় দেওয়ার কথা আদালতে স্বীকার করেছেন আর এক আসামি হুসনা আক্তার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামি হুসনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন।

গত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মদ এই দুজনকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ দ্বিতীয় দফা রিমান্ড শেষে ফাতিমা তাসনিম শিখাকে ফের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে শিখা ও হুসনাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি সোহেলের স্ত্রী শিখা প্রত্যক্ষভাবে আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি নিজে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনার সমন্বয় করেছিলেন। ওই দিন তিনি আদালতে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। তাঁকে দুই দফায় রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে অতিরিক্ত চতুর বিধায় তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত বছর ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় সহযোগীরা। ওই দিন রাতে এই ঘটনায় ২০ জনকে জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি