হোম > সারা দেশ > ঢাকা

নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিল রাজউক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর মালিকদের সতর্ক করা হয়। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় তুরাগের ধরঙ্গেরটেক এলাকা থেকে অভিযানটি শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে। 

অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের জোন-৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার। এতে তুরাগ থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে ওই এলাকার একটি সাততলা ভবন, দুটি তিনতলা ভবন, একটি দোতলা ভবন এবং একটি চারতলা ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়। 

এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হওয়ার পরেও অনেক ভবন তৈরি করা হয়েছে। এসব ভবন তৈরির জন্য রাজউকের কাছ থেকে অনুমোদন নিলেও তারা নিয়ম অনুযায়ী ভবন তৈরি করেনি। রাজউকের কতিপয় অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে ভবনমালিকেরা এসব তৈরি করেছেন, যার কারণে চলাচলসহ নানান সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। 

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘এই এলাকায় অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও তা না মেনে বিল্ডিং তৈরি করেছে, যার কারণে আমরা নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি।’ 

তিনি বলেন, ‘এই এলাকায় ইতিপূর্বে কখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি, যা আমরা এখন শুরু করেছি এবং তা পর্যায়ক্রমে চলমান থাকবে।’ 

ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘আমরা শুধু ব্যত্যয়কৃত ভবনমালিকদের দণ্ডিত করেছি তা নয়, একই সঙ্গে তাঁরা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করেন, সে ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।’ 

অভিযানকালে রাজউক ৩/২ জোনের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাউদ্দিন ও ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি