হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে মাজার থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরখানের শাহ কবীর (রহ.) মাজারের জিয়ারতকারীদের বিশ্রামাগার থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানের শাহ কবীর (রহ.) মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

আজ শনিবার সন্ধ্যায় জিয়ারতকারীদের বিশ্রামাগার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাজারটির মূল ফটকের আশপাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বৃদ্ধ লোকটিকে কয়েক দিন আগে এক নারী রেখে চলে যান।

মাজারের লোকজন জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় গেটের সামনে পড়ে থাকতে দেখে মাজারের ভেতরের বিশ্রামাগারে নিয়ে এসে রাখা হয়। সেই সঙ্গে মাজারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়। তাঁর সঙ্গে মাজারের পাগলেরাও সেখানে থাকতেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, লোকটি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে চাপে ছিলেন। গতকাল শুক্রবারও একটি দোকানে বসে চা খেয়েছিলেন। তখন দোকানদার ও আশপাশের লোকজনের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।

শাহ কবীর (রহ.) মাজারের খাদেম মো. শমসের আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধ লোকটি মারা যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যখন মারা গেছে, তখন পাগলগুলো দৌড়ে এসে বসেছিল। পরে আমরা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাজারের ভেতরে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মরদেহটি উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

মৃত্যুর কারণ প্রসঙ্গে পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার