হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে মাজার থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরখানের শাহ কবীর (রহ.) মাজারের জিয়ারতকারীদের বিশ্রামাগার থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানের শাহ কবীর (রহ.) মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

আজ শনিবার সন্ধ্যায় জিয়ারতকারীদের বিশ্রামাগার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাজারটির মূল ফটকের আশপাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বৃদ্ধ লোকটিকে কয়েক দিন আগে এক নারী রেখে চলে যান।

মাজারের লোকজন জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় গেটের সামনে পড়ে থাকতে দেখে মাজারের ভেতরের বিশ্রামাগারে নিয়ে এসে রাখা হয়। সেই সঙ্গে মাজারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়। তাঁর সঙ্গে মাজারের পাগলেরাও সেখানে থাকতেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, লোকটি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে চাপে ছিলেন। গতকাল শুক্রবারও একটি দোকানে বসে চা খেয়েছিলেন। তখন দোকানদার ও আশপাশের লোকজনের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।

শাহ কবীর (রহ.) মাজারের খাদেম মো. শমসের আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধ লোকটি মারা যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যখন মারা গেছে, তখন পাগলগুলো দৌড়ে এসে বসেছিল। পরে আমরা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাজারের ভেতরে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মরদেহটি উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

মৃত্যুর কারণ প্রসঙ্গে পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে