হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মুখোশ পড়ে মুদি দোকানদার আব্দুল মতিন মৃধাকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।

আহত আব্দুল মতিন মৃধা একই এলাকার মৃত মন্নান মৃধার ছেলে ও চরমুগরিয়া বাজারের মুদি ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নিজ দোকান থেকে পাশের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে যান আব্দুল মতিন। আগে থেকে ওত পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় মতিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাজারে অন্য ব্যবসায়ীরা মতিনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

আহত আব্দুল মতিন মৃধা বলেন, ‘মোবাইলে টাকা রিচার্জ করতে গেলে এই হামলা চালানো হয়। যারা হামলা চালিয়েছে তারা সবাই মুখোশপরা ছিল। আমি এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আহত মতিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত বন্ধ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩