হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মুখোশ পড়ে মুদি দোকানদার আব্দুল মতিন মৃধাকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।

আহত আব্দুল মতিন মৃধা একই এলাকার মৃত মন্নান মৃধার ছেলে ও চরমুগরিয়া বাজারের মুদি ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নিজ দোকান থেকে পাশের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে যান আব্দুল মতিন। আগে থেকে ওত পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় মতিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাজারে অন্য ব্যবসায়ীরা মতিনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

আহত আব্দুল মতিন মৃধা বলেন, ‘মোবাইলে টাকা রিচার্জ করতে গেলে এই হামলা চালানো হয়। যারা হামলা চালিয়েছে তারা সবাই মুখোশপরা ছিল। আমি এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আহত মতিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত বন্ধ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক