হোম > সারা দেশ > ঢাকা

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ: ড. ইউনূসের মামলার বিষয়ে সিদ্ধান্ত ৮ মে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। 

গত বছরের ১৭ আগস্ট হাইকোর্ট মামলা বাতিলে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল–কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।

পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ইউনূস। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল দিয়েছিলেন। শুনানি শেষে গত বছরের ১৭ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে রুল খারিজ করা হয়। 

আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল