দেশব্যাপী চলা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও জামায়াতের আইনজীবীরা।
আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে তা হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে কদম ফোয়ারা, মৎস্য ভবন মোড় ঘুরে বার কাউন্সিল-সংলগ্ন সুপ্রিম কোর্টের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, বিএনপির নেতা আবেদ রাজা, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ ইউসুফ আলী প্রমুখ।