হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মহাখালীর আমবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় তার বন্ধু রাফি (১৮)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে ৷ মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বনানী থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে। 

ইমনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোবিন্দেরখিল গ্রামে। বাবার নাম নুরুল আমিন। তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকত। 

তাদের আরেক বন্ধু নূর হোসেন জানায়, ইমন তেজগাঁওয়ের নাখালপাড়ায় থাকত। সেখানে মোবাইল মেকানিকের কাজ করত। রাতে বন্ধু রাফির সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল ইমন। মোটরসাইকেল চালাচ্ছিল রাফি আর পেছনে বসা ছিল ইমন। মহাখালীর আমবাগ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই পড়ে যায় ৷ এ সময় একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ইমন। আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। রাফি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি