হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল প্রায় সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগী রেজাউল করিম ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইল নামের একটি কারখানার মালিক।

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, ‘ভোরে বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। ঘরের বাইরেও ডাকাত দলের আরও কিছু সদস্য দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। তারা আমাদের হাত-পা বেঁধে ফেলে। চিৎকার দেওয়ার চেষ্টা করলে আমার ছেলে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী নাসরিনকে এলোপাতাড়ি মারধর করে। ঘর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়।’

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন