হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল প্রায় সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগী রেজাউল করিম ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইল নামের একটি কারখানার মালিক।

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, ‘ভোরে বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। ঘরের বাইরেও ডাকাত দলের আরও কিছু সদস্য দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। তারা আমাদের হাত-পা বেঁধে ফেলে। চিৎকার দেওয়ার চেষ্টা করলে আমার ছেলে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী নাসরিনকে এলোপাতাড়ি মারধর করে। ঘর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়।’

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল