ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে এ ঘর্টনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ‘অজ্ঞাতনামা ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’