হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে রাসেলস ভাইপার সাপের দংশনে কৃষকের মৃত্যু 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপের দংশনে হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে চন্দ্রবোড়া সাপ তাঁকে কামড় দেয়। আজ বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

হোসেন ব্যাপারী উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ ব্যাপারীর ছেলে। তাঁকে কামড়ানো চন্দ্রবোড়া সাপটিকে পরবর্তীকালে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছেন। 

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে গরুর জন্য ঘাস কাটতে জান হোসেন ব্যাপারী। ঘাস কাটার সময় চন্দ্রবোড়া সাপে তাঁকে কামড় দেয়। চরাঞ্চল থেকে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তাঁর বাড়িতে আনা হয়েছে।’ 

আজ শুক্রবার বিকেলেও আরেকজন কৃষককে চন্দ্রবোড়া সাপে কামড় দিয়েছে জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘আমরা চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে আছি। হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং আমাদের পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছেন।’ 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘এর আগে হরিরামপুরের চরাঞ্চলে চন্দ্রবোড়া সাপের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন