হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ডেকে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, আসামি কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ থানার পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে উপজেলার বারঘরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নাল আবেদীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বাড়ির পেছনে অন্যান্য শিশুর সঙ্গে এই শিশুও খেলা করছিল। এ সময় মোজাম্মেল হক ওই গ্রামের হাসানপুর গ্রামের জালাল মিয়ার খালি ঘরে শিশুটিকে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে যান এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ওই দিন বিকেলেই শিশুটির বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওসি জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অভিযুক্ত মোজাম্মেল হককে উপজেলার বারঘরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ‘থানায় মামলা দায়েরের পরপরই আমাদের তৎপরতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ