হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে আ.লীগ নেতার পোস্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের এক নেতার সিল মারা ব্যালট নিয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার উপজেলার একটি কেন্দ্রে ভোট প্রদানকালে সিল মারা ব্যালটটি নিয়ে ছবি তোলেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

তবে এ ধরনের ভোটের ব্যালট প্রদর্শনকে আইনের লঙ্ঘন বলছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রকাশ্যে সিলযুক্ত ব্যালট প্রদর্শনের সুযোগ নেই। এমন কিছু কেউ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট দেওয়া সেই আওয়ামী লীগ নেতার নাম সোহাগ রনি। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২০২২ সালের ১৫ জুন নৌকা প্রতীক নিয়ে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন করে পরাজিত হন তিনি। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যালটে সিল মারা ছবি প্রকাশ করে সোহাগ রনি লিখেন, ‘ইনশাল্লাহ্ জয় আমাদের আসবেই’। তিনি আনারস প্রতীকে সিল দেখিয়ে প্রমাণ করেছেন যে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওমরকে ভোট দিয়েছেন। এই প্রার্থীকে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারও সমর্থন দেন। 

এই বিষয়ে জানতে চাইলে সোহাগ রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের বিষয় আমার জানা নেই। এর আগেও জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে অনেকে প্রকাশ্যে সিলযুক্ত ব্যালট দেখিয়েছেন। তাঁদের তো কিছু হয়নি।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক