হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আজ শনিবার বেলা ৩টার দিকে নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ এবং পলাশ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া ৩টার দিকে খবর পেয়ে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিসংযোগের শিকার বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘নিরিবিলি আসতেই দেখি মিছিল আসতেছে। হঠাৎ দেখি আমার সামনে থাকা পলাশ বাস ভাঙচুর শুরু করছে। আমি দ্রুত বাস ঘুরায় নিতে গেলে পেছনে গাছে আটকে যায়। পরে আমার বাসে হামলা করে। আমাকে মারধর করতে গেলে আমি নেমে দৌড় দিই। সেখানে ৮০-৯০ জন মানুষ ছিল। তারা কোনো স্লোগান দেয় নাই, সবার হাতে শুধু লাঠি।’ 

বিকাশ বাসের হেলপার লালশাহ বলেন, ‘সামনে থাকা পলাশ বাস ভাঙচুর দেখে আমার ওস্তাদকে বলি দ্রুত গাড়ি ঘুরাইতে। কিন্তু ততক্ষণে তারা ভাঙচুর শুরু করে। গ্লাস ভাঙার পর আমরা জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। তারপরেও আমাদের মারধর করে।’ 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, একটি বাসে আগুনসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেকার লাগিয়ে বাস সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট