দায়িত্ব নিয়ে প্রথম কাজ হিসেবে কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (ছবি) টাঙিয়েছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) নতুন কমিটি। আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে ২০২২ সালের নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে।
২০২১ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডেইলি সানের রেজাউল করিম লোটাস সভাপতি ও ইউএনবির এ কে এম মঈনুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বুধবার দায়িত্ব গ্রহণের সময় সহসভাপতি বাংলানিউজ ২৪ ডট কমের তৌহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক বাংলাভিশনের আবু হেনা ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ স্পাইস টিভির এহসান জুয়েল ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের আশিকুর রহমান, নির্বাহী সদস্য চ্যানেল ২৪-এর মোর্শেদ হাসিব হাসানসহ নবনির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯৯৮ সালের ১৬ মার্চ ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) প্রতিষ্ঠা হয়।