হোম > সারা দেশ > নরসিংদী

বাইরে থেকে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিশোরীর আত্মহত্যা

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে জেমী আক্তার (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের পীর মাহমুদের বাড়িতে। জেমী ওই গ্রামের মো. নাসির মিয়ার মেয়ে এবং বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। চলতি মাসের ১৫ তারিখে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, জেমী সকালে বই-খাতা নিয়ে স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুরে ফিরে ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই সময় পরিবারের অন্য সদস্যরা ধান আনার জন্য বাড়ির বাইরে ছিল। কিছুক্ষণ পর লোকজন বাড়িতে এসে জেমীকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায়, ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে জেমী। খবর পেয়ে বেলাব থানার পুলিশ ঘটনাস্থলে আসে। 

বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তুফা কামাল বলেন, ‘জেমী চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষার্থী যারা, তারা শুধু শনিবার স্কুলে আসে। জেমি আজকে স্কুলে আসেনি। স্কুলের কথা বলে যদি সে বাড়ি থেকে বের হয়, তাহলে অন্য কোথাও গেছে কি না, সেটা আমাদের জানা নেই।’ 

জেমীর বাবা নাসির উদ্দীন বলেন, ‘কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমরা জানি না। আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। স্কুল থেকে ফিরে আমাদের সঙ্গে কথা বলেছে। পরে সে ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।’ 

ঘটনাস্থলে উপস্থিত থাকার সময় বেলাব থানার উপপরিদর্শক মো. সজল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আপাতত আত্মহত্যার কোনো কারণ জানা সম্ভব হয়নি।’

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন