হোম > সারা দেশ > নরসিংদী

বাইরে থেকে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিশোরীর আত্মহত্যা

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে জেমী আক্তার (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের পীর মাহমুদের বাড়িতে। জেমী ওই গ্রামের মো. নাসির মিয়ার মেয়ে এবং বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। চলতি মাসের ১৫ তারিখে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, জেমী সকালে বই-খাতা নিয়ে স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুরে ফিরে ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই সময় পরিবারের অন্য সদস্যরা ধান আনার জন্য বাড়ির বাইরে ছিল। কিছুক্ষণ পর লোকজন বাড়িতে এসে জেমীকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায়, ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে জেমী। খবর পেয়ে বেলাব থানার পুলিশ ঘটনাস্থলে আসে। 

বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তুফা কামাল বলেন, ‘জেমী চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষার্থী যারা, তারা শুধু শনিবার স্কুলে আসে। জেমি আজকে স্কুলে আসেনি। স্কুলের কথা বলে যদি সে বাড়ি থেকে বের হয়, তাহলে অন্য কোথাও গেছে কি না, সেটা আমাদের জানা নেই।’ 

জেমীর বাবা নাসির উদ্দীন বলেন, ‘কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমরা জানি না। আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। স্কুল থেকে ফিরে আমাদের সঙ্গে কথা বলেছে। পরে সে ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।’ 

ঘটনাস্থলে উপস্থিত থাকার সময় বেলাব থানার উপপরিদর্শক মো. সজল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আপাতত আত্মহত্যার কোনো কারণ জানা সম্ভব হয়নি।’

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ