হোম > সারা দেশ > ঢাকা

আসুন সংখ্যালঘুদের শঙ্কার কথা রাষ্ট্রপতি ও রাষ্ট্রদূতদের বলি: রানা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা রাষ্ট্রপতি ও বিদেশি রাষ্ট্রদূতদের জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

আজ শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় সংগঠনের স্থায়ী কমিটির প্রতি এ আহ্বান জানান তিনি।

রানা দাশগুপ্ত বলেন, ‘আসুন সামনে ঈদের সময় রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তাঁর কাছে নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের শঙ্কার কথা তুলে ধরি। একই সঙ্গে আমি সংগঠনের স্থায়ী কমিটিকে বলব, আসুন এই শঙ্কার কথা বিদেশি রাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদেরও ডেকে বলি। আসুন এই শঙ্কার কথা আমরা রাজনৈতিক দলগুলোকেও ডেকে বলি। আওয়ামী লীগকে এরই মধ্যে এই শঙ্কার কথা জানানো হয়েছে। আসুন সাম্প্রদায়িক নয় এমন দলগুলোকেও ডেকে এই শঙ্কার কথা বলি।’

শাহাবুদ্দিন কমিশনের রিপোর্ট সম্পর্কে রানা দাশগুপ্ত বলেন, ‘আসুন আমরা শাহাবুদ্দিন কমিশনের রিপোর্টের সুপারিশ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতিকে বলি। তিনি যাতে প্রধানমন্ত্রীকে বলেন, এই সুপারিশ বাস্তবায়ন করতে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তদন্ত করে রিপোর্ট আজকের এই রাষ্ট্রপতিই সেদিন দিয়েছিলেন। আসুন আমরা রাষ্ট্রপতিকে বলি, আপনার দেওয়া সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। আজকে আপনি রাষ্ট্রপতি। আপনার দেওয়া সুপারিশ আপনি বাস্তবায়ন করেন। আমরা ৮ দফা দাবি দিয়েছিলাম, একমাত্র সংখ্যালঘু মন্ত্রণালয় ছাড়া সব দাবি আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করলেও সেসব দাবি এখনো বাস্তবায়ন করা হয়নি। আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছি। প্রধানমন্ত্রী দেড় ঘণ্টা আমাদের কথা শুনে নোট ডাউন করেছেন। এরপর আমাদের অন্য বিষয়ে যে কথা বলেছেন, তা এখানে আলোচনার মতো পরিস্থিতি নেই।’

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সম্পর্কে সতর্ক করে রানা দাশগুপ্ত বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশকে আফগানিস্তান, ইরাক, সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। তারা দেশকে সংখ্যালঘু শূন্য করতে চায়। বাংলাদেশ সোমালিয়া, আফগানিস্তান, ইরাক হয়ে যাক তা কোনো দেশপ্রেমিক নাগরিক মেনে নিতেন পারে না। সব রাজনৈতিক দলকে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানের সঙ্গে ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই এই লাইনটি যুক্ত করার আহ্বান জানান তিনি।

আজকের প্রতিনিধি সভার মঞ্চে ১৯ জন পুরুষ নেতা বসলেও সেখানে কোনো নারী নেত্রী ছিলেন না। তবে দর্শক সারি থেকে মাত্র একজন নারী নেত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। প্রতিনিধি সভায় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ সরকারি দলের গত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিও জানান রানা দাশগুপ্তসহ সংগঠনের নেতারা। দাবি আদায়ে আগামী ৭ জুলাই স্থায়ী কমিটির বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।

প্রতিনিধি সভায় ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি অতুল চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসসহ অন্যরা।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী