হোম > সারা দেশ > গাজীপুর

মেয়ের বাড়ি থেকে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আলীম খান গ্রেপ্তার

এ দেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের অপরাধে সাজাপ্রাপ্ত আলীম উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে তাঁর মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খান পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে। 

আলীম উদ্দিন খানের বিরুদ্ধে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে তাঁকে সাজা দেন আদালত। প্রত্যেকটি অপরাধের জন্য ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। 

মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খানের ছেলে সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৪ সালে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মামলাটি আমি চালিয়ে আসছি। মামলার রায় হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন। সর্বশেষ তিনি তাঁর মেয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আজ (রোববার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে শুনে অনেক খুশি হয়েছি। আমার বাবা বেঁচে থাকলে আরও খুশি হতেন।’ 

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুদিন আগে গ্রেপ্তারকৃত রাজাকার আলীম উদ্দিনের মেয়ের স্বামী মারা যান। এ সময় তিনি জনসম্মুখে উপস্থিত হলে অনেক মানুষ তাঁর বিষয়ে নিশ্চিত হয়ে হয়তো পুলিশকে খবর দিয়েছে। এরপর পুলিশের বেশ কয়েকজন সদস্য এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’ 

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় আজ (রোববার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%