হোম > সারা দেশ > গাজীপুর

মোবাইলে কথা বলার সময় নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি শপিংমলের নির্মাণাধীন লিফটের গর্তের ভেতরে পড়ে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় টাউন হলের শপিংমলে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মো. রাকিব মিয়া (২২)। তিনি পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়কাশর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। শ্রীপুরের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি রেনেটা নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শপিংমলের নির্মাণাধীন লিফটের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় অসাবধানতাবশত চারতলা থেকে লিফটের নিচে পড়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা।

ঘটনার সময় রাকিবের সঙ্গে থাকা মো. রতন মিয়া বলেন, ‘আমরা দুজন মূলত মার্কেটে ঘুরতে এসেছিলাম। তখন রাকিবের মোবাইল ফোনে একটি কল এলে সে কথা বলতে বলতে লিফটের গর্তের ভেতরে পড়ে যায়। এরপর আমার চিৎকারে মার্কেটের লোকজন এসে ভিড় করে।’

টাউন হল শপিং কমপ্লেক্সের মালিক আব্দুল বাতেন সরকার বলেন, মার্কেটের নির্মাণাধীন লিফটের গর্তের ভেতরে এক যুবক পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাঁরা দুই বন্ধু মার্কেটে ঘোরাফেরা করতে এসেছিলেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘ওই যুবকের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। চারতলা থেকে নিচে পড়ে তাঁর কোমর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এমনিতেই চারতলা থেকে নিচে পড়ে বেঁচে থাকাটা ভাগ্যের ব্যাপার।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ