হোম > সারা দেশ > ঢাকা

কল্পনা চাকমার অপহরণকারীদের শাস্তি দাবি বিভিন্ন সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাঙামাটির বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে ১৯৯৬ সালে অপহৃত হন কল্পনা চাকমা। আজ সোমবার কল্পনা চাকমা অপহরণের ২৭ বছর উপলক্ষে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাজধানী ঢাকা, রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।

রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন নারী, ছাত্র ও যুব সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করা, রূপণ, সুকেশ, মনোতোষ ও সমর বিজয় চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পাহাড় ও সমতলে বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। 

এদিন রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং সাজেকে আলোচনা সভা করে কল্পনা চাকমার অপহরণের বিচারের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে দাবি জানিয়েছে নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের স্থানীয় ইউনিটগুলো। 

বাঘাইছড়ির সমাবেশের বক্তৃতায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা অভিযোগ করেন, ২৭ বছর অতিবাহিত হয়ে গেলেও কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তার, বিচার ও সাজা হয়নি। একইভাবে পার্বত্য চট্টগ্রামে এ যাবৎ পাহাড়ি নারীর ওপর ধর্ষণ, নিপীড়নের কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা বলেন, কল্পনা অপহরণ মামলায় ২৭ বছরে ৩৯ জন কর্মকর্তা বদলি হলেও কোনো তথ্য দিতে পারেনি। রাষ্ট্র ও প্রশাসনের গাফিলতি ও অনীহার কারণেই এ ঘটনার বিচার হচ্ছে না।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট