হোম > সারা দেশ > ঢাকা

কল্পনা চাকমার অপহরণকারীদের শাস্তি দাবি বিভিন্ন সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাঙামাটির বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে ১৯৯৬ সালে অপহৃত হন কল্পনা চাকমা। আজ সোমবার কল্পনা চাকমা অপহরণের ২৭ বছর উপলক্ষে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাজধানী ঢাকা, রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।

রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন নারী, ছাত্র ও যুব সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করা, রূপণ, সুকেশ, মনোতোষ ও সমর বিজয় চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পাহাড় ও সমতলে বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। 

এদিন রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং সাজেকে আলোচনা সভা করে কল্পনা চাকমার অপহরণের বিচারের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে দাবি জানিয়েছে নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের স্থানীয় ইউনিটগুলো। 

বাঘাইছড়ির সমাবেশের বক্তৃতায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা অভিযোগ করেন, ২৭ বছর অতিবাহিত হয়ে গেলেও কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তার, বিচার ও সাজা হয়নি। একইভাবে পার্বত্য চট্টগ্রামে এ যাবৎ পাহাড়ি নারীর ওপর ধর্ষণ, নিপীড়নের কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা বলেন, কল্পনা অপহরণ মামলায় ২৭ বছরে ৩৯ জন কর্মকর্তা বদলি হলেও কোনো তথ্য দিতে পারেনি। রাষ্ট্র ও প্রশাসনের গাফিলতি ও অনীহার কারণেই এ ঘটনার বিচার হচ্ছে না।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন