হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৩জুন) রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন রাকিব জমাদ্দার। তিনি খুলনা সদরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তেলবোঝাই ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের মিলটন (২৫), খুলনার আয়শা সিদ্দিক (১০), শেখ আনিছুর জামান, মামুন, আজাদ গাজী, হাবিব শেখ ও আরিফুল শেখ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, হতাহত সবাই ইমাদ পরিবহনের বাসের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই বাসের সামনের অংশে ছিলেন।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, জাজিরা থেকে মাওয়ার দিকে আসছিল তেলবোঝাই একটি ট্রাক। সেতুর ২ নম্বর পিলারের কাছে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। ঠিক তখনই দ্রুতগতির বাসটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রাতেই দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সেতু থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে