হোম > সারা দেশ > ঢাকা

সপ্তাহব্যাপী টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘১৮ তম প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল শনিবার বিকেলে ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) এর টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ম্যাক্স গ্রুপ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি’র অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌশলী এম. এ. জব্বারের স্মৃতি স্মরণে প্রতিবছর এই আয়োজন করা হয়।

এই টেনিস প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে ৩১টি ক্লাব ও সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের ৫১৯ জন প্রতিযোগী অংশ নেবেন।

বিভিন্ন বয়সের নারী-পুরুষ একক এবং দ্বৈত অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। প্রতিদিন সকাল ৯.০০টা থেকে শুরু হয়ে একটানা রাত ১০.০০টা পর্যন্ত ইআরসি ও জাতীয় টেনিস কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ টেনিস ফেডারেশন সার্বিক সহযোগিতা প্রদান করছে।

এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পুরুষ ও মহিলা একক ইভেন্টে খেলোয়াড়দের মধ্যে ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। প্রতিযোগিতায় পুরুষ একক চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা ও পুরুষ দ্বৈত চ্যাম্পিয়নকে ১৫ হাজার টাকা, মহিলা একক চ্যাম্পিয়নকে ২০ হাজার টাকা এবং মহিলা দ্বৈত চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা। প্রতিযোগিতার অন্যান্য ইভেন্ট পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হবে।

ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক সভাপতি মো. আবদুস সবুর, আইইবি’র সহ সভাপতি প্রকৌশলী মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন পিইঞ্জ, ইআরসি’র সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিমসহ আরও অনেকে। 

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ