হোম > সারা দেশ > ফরিদপুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিতে সময় চাইলেন জাফর উল্যাহ

ফরিদপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শোকজ নোটিশের জবাব দেননি ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহ। তবে, তিনি প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধানী কমিটির কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে। 

ফরিদপুর জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতের পেশকার মো. শওকত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী জাফর উল্যাহ শোকজের জবাব দেওয়ার জন্য আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত সময় চেয়েছেন। আজ দুপুরে আকরামুজ্জামান রাজা নামে তাঁর একজন প্রতিনিধি কোর্টে এসে দরখাস্তের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেছেন।’ 

আকরামুজ্জামান রাজা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাজী জাফর উল্যাহর অনুসারী হিসেবে পরিচিত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজী জাফর উল্যাহ সাহেবের সভা (মিটিং) থাকায় আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমি কোর্টে গিয়ে সময় চেয়েছি। কত দিন সময় চেয়েছি সেটা বলা যাবে না, টেকনিক্যাল কারণ আছে।’ 

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। 

পরে তাঁকে নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর বিধি ১১ (ক) এবং বিধি ৬ (খ) ও ৬ (গ) লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেন ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী। নোটিশে তাঁকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন