আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে গতকাল বুধবার ‘ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন ফোকাসিং অন দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। সেমিনারে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) মাহবুবা আক্তার।
কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ইমেরিটাস অধ্যাপক ডেভিড ব্র্যাডলি। প্রথম প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের ড. ডেভিড প্যাটারসন। সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য।
দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ড. মুহাম্মদ জাকারিয়া রেহমান। তৃতীয় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের গবেষক মো. মোস্তফা রাসেল। দ্বিতীয় ও তৃতীয় প্রবন্ধের আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ নওশাদ কবির। চতুর্থ প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন ঘানার ড. এস্টার-মানু-বারফো।
পঞ্চম প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির ড. নেত্র পি. পাদ্যুল। চতুর্থ ও পঞ্চম প্রবন্ধের বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সায়িদুর রহমান।
ভাষা কেবল মৌখিক বিষয় নয়; এর লিখিত রূপের গুরুত্ব অপরিসীম এবং সেটা করার ক্ষেত্রে ভাষা-কাঠামোর প্রয়োজনীয়তার বিষয় এই সেমিনারে উঠে আসে।
ইনস্টিটিউটের মহাপরিচালকের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শেষ হয়। সমাপনী বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে পাঁচটি মহাদেশ থেকে প্রবন্ধ উপস্থাপক ও আলোচকগণ সেমিনারে অংশগ্রহণ করেছেন। এই সেমিনারের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’