হোম > সারা দেশ > ঢাকা

‘এই সময়টা তো আর আসবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চৈত্রের তাপদাহ। প্রচণ্ড গরম। রমনা পার্কে বসে বারবার পানি পান করছে শিউলী আক্তার। স্বামী আল-আমিন ও একমাত্র সন্তান নিয়ে পার্কে এসেছেন বেড়াতে। মূলত ছেলের জন্যই এই গরম উপক্ষা করে বের হওয়া তাঁদের। শিউলী ও আল-আমিনের মতে, ঈদের মুহূর্তগুলো তো আর বারবার আসবে না। তাই যতই গরম হোক—বাইরের খোলামেলা কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে। 

শুধু তাঁরাই নন। রাজধানীর রমনা পার্কে এমন অনেকে শিশুসন্তানদের নিয়ে আজ শনিবার ঈদের তৃতীয় দিনে বেড়াতে আসেন। 

সরেজমিন দেখা গেছে, রমনার শিশু কর্নারে ৫ থেকে ১০ বছর বয়সী অনেকেই মা-বাবার সঙ্গে বেড়াতে এসেছে। এ সময় বিভিন্ন রাইডে নিজের মতো করে খেলাধুলায় মেতে উঠতে দেখা যায় তাদের। সঙ্গে আসা অভিভাবকেরা তাদের দেখভাল করছেন সেখানে। 

রামপুরা থেকে আসা শিউলী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর তো বাচ্চারা সময় পায় না। আমরাও কাজে ব্যস্ত থাকি। এখন দুপুর বেলায় অনেক গরম পড়ছে। কিন্তু ঈদের এই সময়টা তো ওদের জন্য আর আসবে না।’ 

ঈদ উপলক্ষে দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসেন ইমরান হোসেন ও তাঁর স্ত্রী। ইমরান বলেন, ‘আমার বাসা বাসাবোতে। রমনা পার্কে আমাদের এমনিতে আসা হয় না। বাসার ধারে কাছে আর কোনো খেলাধুলার জায়গাও নেই যে বাচ্চারা খেলবে। তাই এখানে নিয়ে আসছি। খুব মজা করছে ওরা। আসলে ওদের জন্যই তো ঈদ।’ 

মগবাজারের বাসিন্দা মো. আলী আকবর একমাত্র মেয়েকে নিয়ে আসেন রমনা পার্কে। তিনি বলেন, ‘আজকে অনেক গরম। কিন্তু মেয়েটা বারবার বলছিল বেড়াতে যাবে। তাই ওকে নিয়ে চলে এসেছি। এখানে রাইডগুলোয় খুব মজা করছে। আমারও ভালো লাগছে ওর আনন্দ দেখে।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন