আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারসহ ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম তাঁদের এই নোটিশ পাঠান। ২৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল এবং মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান বাবুল হোসেনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের জারি করা নির্দেশনা লঙ্ঘন করে সামসুল ইসলাম ও বাবুল হোসেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে নিজ পদবি ও কার্যালয়, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। নোটিশ পাওয়া অন্য আটজন ইউপি চেয়ারম্যানও একইভাবে আচরণবিধি লঙ্ঘন করেন।