হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসিতে বকেয়া কর ২ হাজার ৫০০ কোটির বেশি: প্রশাসক

আব্দুল্লাহ আল গালিব, ঢাকা

পৌরকর মেলা-২০২৫ উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বকেয়া পৌর করের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেছেন, ডিএনসিসির কর তালিকায় আছেন এমন ব্যক্তিদের মধ্যে জনপ্রতি ন্যূনতম ১ লাখ টাকা কর বকেয়া রয়েছে প্রায় ২৫ হাজার লোকের কাছে। কর তালিকার বাইরে আছেন এর প্রায় পাঁচগুণেরও বেশিসংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান।

আজ রোববার রাজধানীর মহাখালীতে ডিএনসিসির পৌরকর মেলা-২০২৫ উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমরা ডিএনসিসির অঞ্চলগুলোতে গণশুনানি করে দেখেছি, নাগরিকদের রাস্তা, ড্রেনেজ ও সড়কবাতির যে চাহিদা, সে অনুপাতে রাজস্ব আদায় নেই।’ রাজস্ব আদায় না হওয়ার কারণ হিসেবে তিনটি বিষয় চিহ্নিত করে তিনি বলেন, ‘প্রথমত ডিএনসিসির নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডের বেশির ভাগ এলাকা কর তালিকার অন্তর্ভুক্ত নয়। আবাসিক এলাকাগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে, সেখান থেকে আমরা কোনো রাজস্ব পাচ্ছি না। নতুন অনেক দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান কর তালিকার অন্তর্ভুক্ত নয়।’

মোহাম্মদ এজাজ বলেন, ‘যাঁরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ট্যাক্স দেন না, যাঁদের কাছে অনেক বকেয়া, তাঁরা এবার আর কোনো ছাড় পাবেন না। তাই তাঁরা যদি স্বপ্রণোদিত হয়ে ট্যাক্স না দেন, তাহলে সিটি করপোরেশন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।’

মোহাম্মদ এজাজ বলেন, ‘আমরা লক্ষ করে দেখেছি, ডিএনসিসির এমন কিছু জায়গা আছে যেগুলো থেকে কর আদায় করা গেলে আমাদের উন্নয়ন ব্যয়ের চেয়ে রাজস্ব আদায় বেশি হতো।’ উদাহরণস্বরূপ তিনি বসুন্ধরা আবাসিক এলাকার কথা বলেন এবং জানান, বসুন্ধরার সঙ্গে আলোচনা হয়েছে। তারা ট্যাক্স দিতে রাজি হয়েছে।

প্রশাসক বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কর দেয় না। ইউনাইটেড হাসপাতালের প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ট্যাক্স বকেয়া আছে। তেমনি রেনেসাঁস হোটেল, ওয়েস্টিন হোটেল ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছেও এমন পরিমাণ ট্যাক্স বকেয়া আছে। তারা সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ সুবিধা গ্রহণ করে অথচ ট্যাক্স দেয় না, এটা অনৈতিক।’

মেলা প্রসঙ্গে মোহাম্মদ এজাজ বলেন, ‘যাঁরা কর দেন এবং দেন না, সবাইকেই সিটি করপোরেশন থেকে নাগরিক সুবিধা দেওয়া হয়ে থাকে। আমাদের জনবল সংকট রয়েছে, স্থায়ী লোকবল নিয়োগ করতে গেলে রাজস্ব থেকেই তাদের বেতন–ভাতা দিতে হয়। এ ছাড়াও অবকাঠামো উন্নয়নে রাজস্বের বড় অংশ ব্যয় হয়। এই ব্যয় মাথায় রেখে কর আদায়ের লক্ষ্যপূরণ ও পৌরকর প্রদান সহজীকরণ করতে এই মেলার আয়োজন করা হয়েছে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ