হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তিন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে এই আদেশ দেন। জামিন শুনানির সময় আইভীকে আদালতে হাজির করা হয়নি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, তুহিন হত্যা মামলা ও নাদিম হত্যাচেষ্টার মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে জামিন শুনানি হয়। আদালত দুই পক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এসব ঘটনায় তাঁর সম্পৃক্ততার কোনো বর্ণনা নেই। তাই তিনি জামিন পাওয়ার হকদার। কিন্তু তাঁকে জামিন দেওয়া হয়নি। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা জামিনের জন্য ভবিষ্যতে উচ্চ আদালতে যাব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন বলেন, দুটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা