হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তিন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে এই আদেশ দেন। জামিন শুনানির সময় আইভীকে আদালতে হাজির করা হয়নি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, তুহিন হত্যা মামলা ও নাদিম হত্যাচেষ্টার মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে জামিন শুনানি হয়। আদালত দুই পক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এসব ঘটনায় তাঁর সম্পৃক্ততার কোনো বর্ণনা নেই। তাই তিনি জামিন পাওয়ার হকদার। কিন্তু তাঁকে জামিন দেওয়া হয়নি। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা জামিনের জন্য ভবিষ্যতে উচ্চ আদালতে যাব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন বলেন, দুটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ