হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-১৭ উপনির্বাচন: গোপনীয়ভাবে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে গোপনীয়ভাবে সিসি ক্যামেরার মাধ্যমে এই ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন ভবনের বেসমেন্ট-২ থেকে সিসি ক্যামেরায় এই নির্বাচনে চোখ রাখছে ইসি। কিন্তু সকাল থেকে সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা বলছেন, স্যারেরা পরে জানাবেন কখন গণমাধ্যমকর্মীরা ভেতরে যেতে পারবেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরা মনিটরিং রুমে এখন পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, কাজী হাবিবুল আউয়াল কমিশন ঢাকা-১৭ আসনের মাধ্যমে প্রথমবারের মতো ব্যালটে ভোট করছে। এই উপনির্বাচনে ১২৪টি কেন্দ্র ৮৫৩টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া যশোরের বেনাপোল পৌরসভায় ১২টি কেন্দ্রে ১১৯টি এবং পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯টি কেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরা স্থাপনা করা হয়েছে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২