ঢাকা-১৭ উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে গোপনীয়ভাবে সিসি ক্যামেরার মাধ্যমে এই ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনের বেসমেন্ট-২ থেকে সিসি ক্যামেরায় এই নির্বাচনে চোখ রাখছে ইসি। কিন্তু সকাল থেকে সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা বলছেন, স্যারেরা পরে জানাবেন কখন গণমাধ্যমকর্মীরা ভেতরে যেতে পারবেন।
ইসি সূত্রে জানা গেছে, কাজী হাবিবুল আউয়াল কমিশন ঢাকা-১৭ আসনের মাধ্যমে প্রথমবারের মতো ব্যালটে ভোট করছে। এই উপনির্বাচনে ১২৪টি কেন্দ্র ৮৫৩টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া যশোরের বেনাপোল পৌরসভায় ১২টি কেন্দ্রে ১১৯টি এবং পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯টি কেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরা স্থাপনা করা হয়েছে।