হোম > সারা দেশ > ঢাকা

আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই ডিএমপির দুটি থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মিরপুর ও মাহবুব আলীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হবে। 

নীলফামারী-২ সদর আসনে পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। 

এদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে হেরে যান। 

২০০৩-০৪ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব আলী। এ ছাড়া তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

জ্ঞাতআয়বহির্বুত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুব আলীর বিরুদ্ধে দুদক গত সপ্তাহ থেকে অনুসন্ধান শুরু করেছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন