হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ২৫ দিন পর যানবাহন ছাড়াই শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে একটি ফেরি পদ্মা পাড়ি দিয়েছে। তবে যানবাহন না থাকায় ফেরিটি ফাঁকাই ছিল। এদিকে যাত্রীর অভাবে শিমুলিয়া ঘাট থেকে আজ বৃহস্পতিবার সকালে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। 

বৃহস্পতিবার সকালে ফাঁকা ফেরি কুমিল্লা মাঝিকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিইটিসি) শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা জানান, ঘাটে পর্যাপ্ত যানবাহন এলে এই রুটে ফেরি চলবে। 

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে ওপার (মাঝিকান্দি ঘাট) থেকে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাটে আসে। কিন্তু ফেরিতে কোনো যানবাহন ছিল না। গত ঈদের সময় কিছু মোটরসাইকেল নিয়ে ফেরিটি ওপারে গিয়েছিল। তবে নাব্যসংকটে আর ফিরতে পারেনি। এখন ড্রেজিং করে নাব্যসংকট দূর করা হয়েছে। 

ফয়সাল জানান, এই রুটে এখন তিনটি ফেরি চলাচলের জন্য রয়েছে। কিন্তু ঘাটে কোনো যানবাহন আসেনি। ঘাটে যদি যানবাহন আসে তাহলে ফেরি চলবে। 

এদিকে যাত্রীর অভাবে লঞ্চও চলছে না এই রুটে। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ঘাটে কোনো যাত্রী নেই, যার কারণে সকাল থেকে কোনো লঞ্চ চলেনি। যাত্রী এলে লঞ্চ ছাড়বে বলেও জানান তিনি। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন