হোম > সারা দেশ > ঢাকা

স্মার্ট ফোনকেই আমাদের পাঠাগার বানাতে হবে: সলিমুল্লাহ খান

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে উজান গণগ্রন্থাগারের ২য় বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া রূপালী জোৎস্নায় (সাবেক মেয়রের বাসবভন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজান গণগ্রন্থাগারের সভাপতি আব্দুর রাকিব তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান। 

এ সময় সলিমুল্লা খান বলেন, ‘বর্তমানে স্মার্ট ফোনের ব্যবহারের চাহিদা অনেক বেড়েছে। শিশুরাও এর দিকে আসক্ত হচ্ছে। তাই তাদেরকে স্মার্ট ফোনের মাধ্যমে পড়ার দিকে আমাদের নিয়ে আসতে হবে। স্মার্ট ফোনে বিভিন্ন বই দিয়ে দিতে হবে, যাতে তারা সেগুলো দেখে পড়ায় অভ্যস্ত হয়।’ 

তিনি আরও বলেন, আমি যখন ছোট থেকেই পড়ার অভ্যস্ত ছিলাম। আমি যখন বিশ্বিবদ্যালয়ের লেখা পড়া করি তখনো আমি লাইব্রেরিতে বসে বসে বিভিন্ন লেখকের লেখা পড়তাম। এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সুরুজ আলম সুরুজ, কাইয়ুম আহমেদসহ উজান গণগ্রন্থাগারের সদস্যগণ।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব