হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

২ শিশু ধর্ষণের ঘটনায় সিলেট থেকে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনা শিপন আহম্মেদ (৩৪) নামে এক যুবককে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সংস্থার নারায়ণগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার আল মামুন শিকদার।

গ্রেপ্তার যুবক নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেট জেলায় বলে জানায় পিবিআই।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ সুপার আল মামুন বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি বিকেলে ৮ ও ১০ বছরের দুই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শিপন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শিপনের পক্ষ নিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে মীমাংসার চেষ্টা করে। তারা কৌশলে আসামিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে সুযোগ করে দেন।

ঘটনার দুদিন পর ভুক্তভোগী এক শিশুর (১০) বাবা গত রোববার (১০ মার্চ) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। মামলার তদন্তভার স্বপ্রণোদিতভাবে গ্রহণ করে পিবিআই নারায়ণগঞ্জ। একইদিন আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় ভুক্তভোগী দুই শিশু। মামলার ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করে পিবিআই।’

পিবিআই এসপি আরও বলেন, ‘অভিযুক্ত ব্যক্তির সঙ্গে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক থাকায় সে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্যও ভয়ভীতি দেখাতে থাকেন। মামলা করলে দুই শিশুকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি দেয় দুই পরিবারকে। যেই প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি ধামাচাপা দিয়ে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯