হোম > সারা দেশ > ঢাকা

দেশে ডাকাতি-চাঁদাবাজি হচ্ছে, এ জন্য জীবন দেয়নি মানুষ: মুফতি ফয়জুল করিম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

রায়পুরায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘দেশে এখনো ব্যাপক ডাকাতি, চাঁদাবাজি হচ্ছে। চোর-ডাকাতে গোটা দেশটা ভরে গেছে। এ জন্য জীবন দেয়নি মানুষ। এর জন্য আন্দোলন করেনি, সংগ্রাম করেনি মানুষ। আদর্শবান-নীতিমান মানুষ ক্ষমতায় না আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।’

আজ বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরায় ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ৫ আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ভেবেছিলাম দেশে অত্যাচার, চাঁদাবাজ, দুর্নীতি, মিথ্যা মামলা, ডাকাতি থাকবে না।

কিন্তু কী দেখলাম? চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। ব্যক্তি পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি-আদর্শ পরিবর্তন হয়নি। তাই নেতা নয়, নীতির পরিবর্তন চাই।’

মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিম প্রমুখ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি